কাজ করার ক্ষেত্রে হাওয়ারলি রেট ঠিক করা বা বাড়ানো নিয়ে অনেকেই কনফিউজড থাকেন এবং ক্লায়েন্টের সাথে বাজেট বাড়ানো নিয়ে কিভাবে আগাবেন সেটাও বুঝতে পারেন না। স্পেশালই এক্সিস্টিং ক্লায়েন্টের কাছে নিজের হাওয়ারলি রেট বা বাজেট বাড়ানো নিয়ে বিপদে পরতে হয় আরো বেশী। আজকের পডকাস্টে সে ব্যপারেই কথা বলার চেষ্টা করেছি। আমি প্রপোজাল পাঠানোর আগে যেসব ব্যপার মাথায় রাখি সেগুলো নিয়েই আলোচনা করেছি।
পডকাস্টটি শুনতে নিচের প্লে বাটন ক্লিক করুনঃ
কেমন হলো জানাবেন। ভাল লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। কোণ প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।
Comments