জব পাওয়ার ক্ষেত্রে প্রপোজাল পাঠানো নিয়ে অনেকেই কনফিউজড থাকেন। আজকে পডকাস্টে সে ব্যপারেই কথা বলার চেষ্টা করেছি। আমি প্রপোজাল পাঠানোর আগে যেসব ব্যপার মাথায় রাখি সেগুলো নিয়েই আলোচনা করেছি।
পডকাস্টটি শুনতে নিচের প্লে বাটন ক্লিক করুনঃ
কেমন হলো জানাবেন। ভাল লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। কোণ প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।
Comments
সত্যিই ভাই খুবই উপকারী পডকাস্ট। ভালো মতো প্রপোজ না করতে পারলে জবও পাওয়া যায়না। আমি এই সমস্যা ফেস করছি। বাকি পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাই।
ভাল লাগছে ভাই। Upwork এ বিড করার সময় এবং ওদের কন্ডিশনগুলা নিয়ে একটা Podcast শুনার অপেক্ষায় থাকলাম।
Awesome